আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার। নির্বাচনে স্বাধীনভাবে যাতে পুলিশ বাহিনী কাজ করতে পারে সে জন্য এই কমিশন করার সিদ্ধান্ত।
উপদেষ্টা বলেন, ২৪-এর ৫ আগস্টের পর যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ থাকায় সেখানকার সব অস্ত্র উদ্ধার না-ও হতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের সময়কার যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিদেশে পলাতক রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার চেষ্টা করছে সরকার। এছাড়া সেনাবাহিনীর বর্তমানের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্বাচনের সময়ও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে স্বশস্ত্র বাহিনীও কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 




















