প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ৭:০২ পি.এম
সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া যদি কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার। নির্বাচনে স্বাধীনভাবে যাতে পুলিশ বাহিনী কাজ করতে পারে সে জন্য এই কমিশন করার সিদ্ধান্ত।
উপদেষ্টা বলেন, ২৪-এর ৫ আগস্টের পর যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ থাকায় সেখানকার সব অস্ত্র উদ্ধার না-ও হতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের সময়কার যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিদেশে পলাতক রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার চেষ্টা করছে সরকার। এছাড়া সেনাবাহিনীর বর্তমানের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নির্বাচনের সময়ও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য সদস্যদের সাথে স্বশস্ত্র বাহিনীও কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ এবং বিদেশ থেকে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে কিছু মানুষ। তথ্য-প্রযুক্তির মাধ্যমে এদের খুঁজে বের করা হচ্ছে। তাদের বিচারের আওতায় আনা হবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.