আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ক্যাসেনেলি। তিনি বলেছন, ‘হৃদযন্ত্র বন্ধ এবং লিভার সিরোসিসে ম্যারাডোনার মৃত্যুর আগে কমপক্ষে ১০ দিন আগে তার ফুসফুসে পানি জমেছিল। এতে হৃদপিন্ডের ওজন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ছিল। ফলে মৃত্যুর আগে কমপক্ষে ১২ ঘণ্টা যন্ত্রণায় কাতরিয়েছেন তিনি।’
ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, ডাক্তার এবং নার্সদের এ বিষয়টা লক্ষ্য করা উচিত চিল। ক্যাসেনেলি বলেছেন, ‘ম্যারাডোনাকে যেখানে রাখা হয়েছিল তা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ‘অ্যাকিউট পালমোনারি এডেমা’য় কারণে ফুসফুসে পানি জমে মারা গেছেন তিনি।’
২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনো। তবে পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলা করেছেন ৭ স্বাস্থ্যকর্মী।
ক্রীড়াঙ্গন ডেস্ক 
























