
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে গতকাল সকালে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা। বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর দেড়টার দিকে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম আন্দোলনকারীদের সড়ক ছাড়ার নির্দেশ দেন। তিনি বলেন, “আপনাদের পাঁচ মিনিট সময় দেওয়া হলো, এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” কিন্তু শিক্ষকরা সরে না গেলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালায়। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং পাঁচজনকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 


















