
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজারে ১১ই অক্টোবর বিকাল ৫টায় গ্রাম সরকার সাহে আলমের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন না্ন্নু মিয়া, হুমায়ুন কবির, ফয়সাল ফরাজি,এলিন ফরাজি,ও মাকসুদ হাজী প্রমূখ। বক্তারা বলেন যারা সাহে আলমের উপর নৃশংস হামলার ঘটনা ঘটিয়েছে তাদের প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন।
অভিযোগে জানা যায় টবগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের বাসিন্দা সাহে আলমের সাথে একই এলাকার মনির গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ০৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ১.০০ ঘটিকার সময় সাহে আলমের রান্না ঘরের সামনে মনির গংরা হত্যার উদ্দেশ্য হামলা চালায়।
হামলায় সাহে আলমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করেন। সাহে আলম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে গত (০৭ অক্টোবর ২৫) বোরহানউদ্দিন থানায় ০৯ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়, , মামলা নং – ১৩।
বিবাদীরা হলেন, মিল্লত ( ২৭), নাজিম উদ্দীন (৩৮), জসিমউদদীন (৩৩), মনির (৫৫), ইউনুছ (৫৪), মোক্তার (৫০), হাছনা (৩৫), শাহিনুর (৩৫), লিমা (১৯)।
এছাড়া স্থানীয়রা আরও বলেন নিরীহ গ্রাম সরকার সাহে আলমকে যারা হত্যার উদ্দেশ্য হামলা করেছে ওই সকল দুষ্কৃতিকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিবেদক 


















