
মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন মুহূর্তেই ধসে পড়ে। উত্তর ও মধ্য থাইল্যান্ডেও ভূমিকম্পের ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনগুলো কাঁপছে এবং আতঙ্কিত মানুষজন রাস্তায় ছোটাছুটি করছেন।
পর্যটন শহর চিয়াং মাইয়ের বাসিন্দা ডুয়াংজাই বলেন, আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ভূমিকম্পের কম্পন টের পেয়ে যত দ্রুত সম্ভব ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহরের ১৬-১৮ কিলোমিটারের মধ্যে, যা রাজধানী নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।
আন্তর্জাতিক ডেস্ক 




















