শুক্রবার (২৮ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে প্রেস সচিব বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে চীনা প্রেসিডেন্টের বিশাল হৃদ্যতা (আন্তরিকতা ও সৌহার্দ্য) প্রকাশ পেয়েছে। এতে বোঝা গেছে যে, তারা ড. ইউনূসকে কতটা বড় মাপের নেতা হিসেবে দেখছেন। এও বোঝা গেছে যে, তারা বাংলাদেশের সঙ্গে কতটা ভালো সম্পর্ক করতে চান।’
প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা বলেছেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের কথা বলেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত ইস্যু আছে… আমরা সত্যিকার অর্থেই চীনের সাপোর্ট চাচ্ছি; এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বৈঠকে কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— চীনের প্রেসিডেন্ট প্রত্যেকটা বিষয়ে (প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়) বিবেচনা করা হবে জানিয়েছেন।’
নিজস্ব প্রতিবেদক 





















