
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু (৫২)নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২রা অক্টোবর) বিকেলে রামজীবনপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত চেয়ারম্যান হাবিবুর বড়শি দিয়ে মাছ শিকার করার উদ্দেশ্যে নজিপুরের বাড়ি থেকে রওনা দেন। মোটরসাইকেল যোগে যাওয়ার পথে বিকেল ৩ টার সময় রামজীবনপুর মোড় নামকস্থানে খড়িবাহী একটি ভুটভুটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চেয়ারম্যান হাবিবুর রহমান মর্মান্তিকভাবে নিহত হন। নিহত হাবিবুর রহমান মিন্টু পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার হয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় পরে আইনী প্রক্রিয়া শেষো লাশ হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ প্রতিবেদক 


















