
মিসরের উপকূলে লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ছয়জন নিহত হয়েছে এবং ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই রাশিয়ার নাগরিক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপকূলীয় শহর হুরগাদার কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গভর্নর আমর হানাফি ফেসবুকে একটি পোস্ট করে নিহতদের সংখ্যা ও বাকিদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আর কোনো পর্যটক নিখোঁজ নেই। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
দুর্ঘটনার শিকার সিন্দবাদ নামের এই সাবমেরিনটি কয়েক বছর ধরেই পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছিলো। তবে কেন ও কীভাবে এটি ডুবে গেলো সেটি এখনও জানা যায়নি।
সাবমেরিনটিতে ৪৫ জন আরোহী ও পাঁচ জন মিসরীয় ছিল বলেও জানান আমর হানাফি। আরোহীদের মধ্যে রাশিয়া, ভারত, নরওয়ে ও সুইডেনের নাগরিক ছিল।
Reporter Name 























