
‘ইসলাম জামাতের কাছে নিরাপদ না আর জামাত দেশের জন্য ভালো না’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের দুই বারের নির্বাচিত ভিপি ও নাটোর -১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের বিএনপির ( ধানের শীষের) মনোনয়ন প্রত্যাশি এ্যাড.সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।
তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে গণসংযোগ কালে কলসনগর বাজারে নির্বাচনী প্রচারনার পথসভায় এমন মন্তব্য করেন। কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর দুলাল এর সভাপতিত্ব অনুষ্ঠিত পথসভায় তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস ও এরশাদ পতন থেকে শুরু করে আওয়ামী শাসন আমলের নানা আন্দোলন, নির্যাতন ও কারাবাসের কথা তুলে ধরে তিনি আরো বলেন, এ আসনে তিনি সহ মোট চারজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।
একেক জন দলের সাধারণ কর্মীদের অমুক সেনা তমুক সেনা তকমা দিয়ে দলের মধ্য নিজের বলয় সৃষ্টির জন্য দলকে বিভক্ত করছেন। আমি আমার কর্মীদের আমার সেনা বানাতে চাই না, আমি বিএনপির সেনা বানাতে চাই, আমি জিয়া,খালেদাজিয়া ও তারেক রহমানে সেনা বানাতে চাই। আমি যেমন বাংলার রাখাল রাজা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ার পার্সন খালেদাজিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের বিএনপি করি তেমনি আমার কর্মীরাও তাই করে, কারো নিজস্ব সেনা নয়।
মনোনয়নের বিষয়ে যোগ্যতা ও রাজনৈতিক বিবেচনায় তিনি নিজেগে যোগ্য দাবি করে বলেন, হিংসা বিদ্যেস নয় আমরা চার জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, আর তখন সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। পথসভা শেষে কলসনগর বাজার ও দুয়ারিয়ার সাতপুকুরিয়া মোড়ে গণসংযোগ করেন।
নাটোর প্রতিবেদক 



















