
রাজশাহীর তানোরে বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাই আর ডাকাতির ঘটনা। সেই সাথে প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। বিশেষ করে অপরাধ পরিস্থিতি ক্রমেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। বিগত সময়ের তুলনায় তানোরে চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে অহরহ। বেসরকারি এক সংস্থার পরিসংখ্যানেই এমন চিত্র উঠে এসেছে। এতে চরম উদ্বেগ আতঙ্কে রয়েছে এঅঞ্চলের মানুষ। সচেতন মহল বলছেন, সরকার পরিবর্তনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল কমে যাওয়ায় অপরাধীরা বেশি সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে রাতে ও দিনে বের হয়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ।
তথ্যানুসন্ধানে জানা গেছে, সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে তানোর সদরের গোল্লাপাড়া বাজারের হলের মোড়ে অভিনব কায়দার মেসার্স সাগর ইলেকট্রিক দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। মালিক সাগর আহম্মেদ জানান, প্রতিদিনের ন্যায় তার দোকানের শুধু থাইয়ের তালা নক করে বাড়িতে দুপুরের খাবার খেতে যান। বিকেল ৪টার দিকে দোকানে গিয়ে দেখেন থাইয়ের (কাচের গেটের) তালার নক খোলা। পরে দোকানের ক্যাশ বাঙ্ েদেখেন নগদ ৩০ হাজার টাকা ও চারটি ব্যাটারীর কয়েল চুরি হয়ে গেছে। সিসি ফুটেজে দেখা যায়, চোর দুপুর দুইটা ২০ মিনিটের সময় দোকানের ভিতরে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে এসব চুরি করে। এঘটনার কিছু দিন আগে ভোর ৬টার দিকে বাজারের ৫টি দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে অভিনব কায়দায় চুরি হয়।
বিগত ২৭ সেপ্টেম্বর তানোর ব্র্যাক মোড়ের চা ও মুদি দোকানি মুকলেস ফজরের নামাজ শেষে দোকান খুলেন। তখন তার স্ত্রী ঝাড়ু দেয়। এসময় এক মটরসাইকেলে ৩ জন ব্যক্তি সেখানে গিয়ে সিগারেট চাই। আশপাশে কাউকে না দেখতে পেয়ে গলায় চাকু ধরে মারপিট করে ক্যাশবাঙ্ থেকে ১২ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।
এছাড়া শুক্রবার ২৬ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার মুন্ডুমালা সাধুজন মেরী ভিয়ান্নী গীর্জার আওতাধীন আদিবাসি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড অফিসের তালা ভেঙ্গে এক লাখ ৪৭ হাজার টাকা চুরি করে চোরের দল। গীর্জার ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার গুপিন সরেন জানান, বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অফিস করে তালা মেরে সবাই চলে যান। সকালে স্থানীয়রা অফিসের তালা ভাঙ্গা দেখে আমাকে খবর দেন। খবর পেয়ে অফিসে গিয়ে দেখি এক লাখ ৪৭ হাজার টাকা চুরি হয়ে গেছে।
অপরদিকে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সিমান্ত এলাকায় অবস্থিত মালশিরা গ্রামের বাসিন্দা আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনার (৪০) এর বাড়ি ও পার্শ্বের বাড়িতে একতলা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত। ডাকাত সদস্যরা কাঠের আলমারী ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণ-অলঙ্ককার, দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই লক্ষ টাকা লুটে নেয়। একই দিন রাত ৩টার দিকে পাশের বেলাল উদ্দিনের বাড়ির ভেতরে একই কায়দায় প্রবেশ করে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত। পরে ঘরে থাকা কাঠের আলমারী, স্টিলের শোকেজ ও বাঙ্ ভেঙ্গে প্রায় সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণের জিনিস, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লক্ষ টাকা লুটে নেয় ডাকাতরা।
এদিকে সোমবার ৩০ জুলাই তানোর সাবরেজিস্ট্রি অফিসে জমি বিক্রি করে রাজশাহী নগরীর শিরোইল মঠপুকুর এলাকার মৃত রবিউল হকের স্ত্রী মাবিয়া খাতুন। তার জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা ব্যাগে রেখে চেয়ারে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় দুর্ধর্ষ চোর কৌশলে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। এসময় মাবিয়া খাতুনের কান্নাকাটিতে হৈচৈ পড়ে যায় সাবরেজিস্ট্রি অফিসে। পরে সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার দিনগত গভীর রাতে বাধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের বাড়ি থেকে কুরহান আলী নামের এক আন্ত:জেলা চোরকে আটক করা হয়। এভাবে বিগত কয়েক মাসের তানোরে আন্তত শতাধিক চুরি-ছিনতাই ডাকাতি হত্যার মতো ঘটনা ঘটেছে।
সম্প্রতি ১১ মার্চ মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতারে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গানিউল হক নামের এক বিএনপির কর্মী নিহত হয়। এছাড়াও বিএমডিএর গভীর নলকূপের পানি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চাঁন্দুড়িয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারী নেকসার আলী মঙ্গলবার ১ এপ্রিল নিহত হন।
এভাবে প্রকাশ্যে অপরাধ বেড়ে যাওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের মাসিক অপরাধ পর্যালোচনা সভাতেও উঠে আসে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেয়া হয়। এবিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেনের সরকারি মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।
পরে রাজশাহীর সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মীর্জা মো. আব্দুস ছালামের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন, ডাকাতদের ধরতে সক্ষম হয়েছি। ছিনতাইয়ের ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। আমরা থানাপুলিশকে তাগাদা দিয়েছি, শেষ রাতে যেন টহল বাড়িয়ে দেওয়া হয়। আর বিছিন্ন অপরাধ ঘটনা দমাতে তানোর থানা পুলিশ মাঠে রয়েছে বলে জানান তিনি।
ইমরান হোসেন, তানোর প্রতিবেদক 


















