
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
রবিবার সকাল এগারটার দিকে (২৮সেপ্টেম্বর) ডিমলা-ডালিয়া সড়কের শুটিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি খালিশা চাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত. আমিন উদ্দিনের ছেলে।
রফিকুল ইসলাম সম্মিলিত বন্দর খড়িবাড়ি দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন পাশাপাশি জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসা যাচ্ছিলেন। সকাল এগারটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রলি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন।
উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি জানান, ট্রলিটি আটক করার চেষ্টা চলছে।
নীলফামারী প্রতিবেদক 


















