
১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সম্পূর্ণ নিরপেক্ষ জাতীয় পত্রিকা ‘দৈনিক বার্তা’ শিগগিরই ৫০তম বর্ষে পদার্পন করতে যাচ্ছে।
ঐতিহাসিক এই শুভক্ষণকে সামনে রেখে এর অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সনের উদ্বোধন উপলক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে (মানিক মিয়া হল) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বিশেষ অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান জনাব আনোয়ার আলদীন। সভাপতিত্ব করবেন দৈনিক বার্তা অছি বোর্ডের সদস্য অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করবেন দৈনিক বার্তার সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন।
Reporter Name 

















