
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের দূর্নীতিবাজ সভাপতির বহিষ্কারের দাবীতে সড়ক অবরোধ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শহরের বিমানবন্দর সড়কে অবস্থান নেয়। এ সময় তারা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান ও লায়ন্স ক্লাবের সভাপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীদের কয়েকজন জানান, আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করা, শিক্ষকদের ১৬ দফা দাবি না মানায় শিক্ষকদের সমর্থনে আমরা সড়ক অবরোধ করেছি। আমরা যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পাশে আছি বলে জানান তারা।
অবরোধ চলাকালে আন্দোলনরত শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির অনিয়ম-দূর্নীতির তদন্ত ও প্রতিকারের দাবিতে তারা ১৬ দফার দাবির অভিযোগ নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পেশ করা করেছি। আমাদের ন্যায় সংগত দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে। প্রতিষ্ঠানের অনিয়ম-দূর্নীতির প্রতিকার না পাওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তারা। পরে শিক্ষকদের অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচলা স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান জানান, বোর্ড সেরা এ স্কুলের এবারের ফলাফল খারাপ হওয়ায় কয়েকজন শিক্ষককে শোকজ করা হয়েছে। এর প্রেক্ষিতে কতিপয় শিক্ষক অবৈধভাবে শিক্ষক ফোরাম গঠন করে অযৌক্তিক দাবি তুলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন। যা মোটেই কারো কাম্য নয়।
অবরোধ চলাকালে আন্দোলনরত শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির অনিয়ম-দূর্নীতির তদন্ত ও প্রতিকারের দাবিতে তারা ১৬ দফার দাবির অভিযোগ নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পেশ করা করেছি। আমাদের ন্যায় সংগত দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে। প্রতিষ্ঠানের অনিয়ম-দূর্নীতির প্রতিকার না পাওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তারা। পরে শিক্ষকদের অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচলা স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান জানান, বোর্ড সেরা এ স্কুলের এবারের ফলাফল খারাপ হওয়ায় কয়েকজন শিক্ষককে শোকজ করা হয়েছে। এর প্রেক্ষিতে কতিপয় শিক্ষক অবৈধভাবে শিক্ষক ফোরাম গঠন করে অযৌক্তিক দাবি তুলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছেন। যা মোটেই কারো কাম্য নয়।
Reporter Name 


















