
দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “পঞ্চগড় এলাকায় যে ঘটনাটি ছড়ানো হয়েছে সেটি ওনারা নিজেরা ইন্সপেকশন করে আসছে, সবগুলা মিথ্যা সংবাদ।”
এসব অপপ্রচারের বিপরীতে সত্য সংবাদ প্রচার করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।
দুর্গাপূজা ঘিরে দেশের ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মি. চৌধুরী। বলেন, কোনো কোনো স্থানে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে সরকার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
এসময় পাঁচই অগাস্টের পর র্যাবের কার্যক্রম অনেক ভালো হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নিজস্ব প্রতিবেদক 


















