
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার গজমতিকুন্ড মহিষপাড়ায় অভিযান অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার মোঃ ইসলামের বসতবাড়ির সামনে থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর থানার বড় শালগাড়ীয়া মহল্লার মোঃ সুমন খাঁর ছেলে মোঃ বিশু খাঁ (২৪) ও জেলার আটঘরিয়া থানার সালামের স্ত্রী মোছাঃ শাহানা (৪৫)। উভয় মাদক ব্যবসায়ী অস্থায়ী ঠিকানা পাবনা সদর থানার গজমতিকুন্ড মহিষপাড়া। তারা দীর্ঘদিন এই ঠিকানায় বসবাস এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পাবনা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিবেদকঃ 


















