
রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
গ্রেফতার শাহিদ মাহমুদের বাড়ি নীলফামারী সদর উপজেলার থানাপাড়া। তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। গ্রেফতার শাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাসহ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে।
#
রংপুর প্রতিবেদক 


















