
পাবনা র্যাবের অভিযানে স্বামীকে গোরস্থানে বেঁধে রেখে স্ত্রী ও ১২ বছরের মেয়েকে গভীর রাতে অপহরণের চাঞ্চল্যকর ঘটনায় মামলার মূলহোতা তুহিনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সিপিসি-২ পাবনা’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন জালালপুর বাজার এলাকা থেকে উক্ত মামলার এজাহারনামীয় আসামী তুহিন (৩২)কে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার রাজাপুর (বটতলা) এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ২৩ আগস্ট ২০২৫ তারিখ রাত ০১.০০ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন আরিফপুর গোরস্থান এলাকায় কবরস্থানে স্বামী মোঃ ওবায়দুল্লাহ সরদারকে বেধে রেখে ভাড়া বাসা হতে মোছাঃ মাফিজা খাতুন (২৬) এবং তার কন্যা জুথী খাতুন (১২)’দ্বয়কে দুষ্কৃতিকারীরা হাতে পিস্তল, ধারালো চাকু, ছোরা, লোহার হাতুড়ীর মুখে ভয়ভীতি প্রদর্শণ পূর্বক অপহরণ করিয়া অত্র থানাধীন দোগাছী ইউনিয়নের অন্তর্গত বলরামপুর গ্রামস্থ অজ্ঞাত স্থানের ফাঁকা বাড়ীতে আটক করিয়া রাখে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পাবনা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিম মোছাঃ মাফিজা খাতুন (২৬) নিজেই বাদী হয়ে ০৬ জন সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করে পাবনা জেলার সদন থানায় একটি মামলা দায়ের করেন। পাবনা সদর থানার মামলা নং-৫০, তারিখঃ ২৪ আগস্ট ২০২৫ খ্রিঃ। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিবেদক 


















