
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুন নাহার খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি’র গুম,খুনের মামলা সংরক্ষণ কর্মকর্তা এবং সাঁথিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালাহউদ্দিন খান পিপিএম,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মীর নাজমুলবারী নাহিদ, আশরাফ আলী, নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, পৌর বিএনপি’র আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, যুগ্নআহবায়ক সাইফুল ইসলাম, এড. শামসুজ্জামান নান্নু, উপজেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ বিপ্লব, পৌর যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, সাবেক পৌর যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম প্রমূখ।
এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য দেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে সাথিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাঁথিয়া প্রতিবেদক 


















