
ঈশ্বরদী উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে পাবনা জেলা প্রশাসক গোল্ডেন ফুটবল টুর্নামেন্ট ২৫। মঙ্গলবার (২৬ আগস্ট ) বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরদী উপজেলা একাদশ ২-১ গোলে সাঁথিয়া উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে উভয় দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি ও পুরস্কার বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক মো: মফিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মনিরুজ্জামান, পাবনার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এন এস আই উপ- পরিচালক কামরুল হাসান। বিজয় দল ঈশ্বরদীর পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার গ্রহণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস এবং রানার্স আপ সাঁথিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার।

ঈশ্বরদী উপজেলা দলের পক্ষে গোল করেন ১টি করে দিপ্র ও বাদল। ঈশ্বরদী দলের টিম ম্যানেজার ছিলেন সাবেক ফুটবলার সাহিন উদ্দীন, কোচের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ রনা।
ঈশ্বরদী উপজেলা ফুটবল দল এই টুর্নামেন্টের প্রথম খেলায় সুজানগর উপজেলা দলকে ২-০ গোলে, ২য় খেলায় পাবনা সদর উপজেলা দলকে ২-০,সেমিফাইনালে ভাঙ্গুড়া উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
ঈশ্বরদী উপজেলা ফুটবল দলের পৃষ্ঠপোষকতা ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস।
এ টুর্নামেন্টে পাবনা পৌরসভা সহ নয়টি উপজেলা অংশগ্রহণ করে।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন । হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
ঈশ্বরদি প্রতিবেদক 

















