
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিরব রায় উৎস (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী তার বাড়ি জলঢাকা থানার শৌলমারী গোপালঝার গ্রামে।
স্থানীয় ও তার বন্ধু সুত্রে জানা যায়, সকালবেলা ব্যবহারিক পরীক্ষা শেষ করে রংপুর থেকে ৭ জন বন্ধু মিলে ঘুরতে বিকেলে মহিপুর তিস্তা সেতু এলাকায়। ৭ জনের মধ্য থেকে ৩ বন্ধু তিস্তা সেতু থেকে গোসলের উদ্দেশ্যে লাফ দেয় নদীতে। এরপর দুইবন্ধু নদী থেকে উঠে আসলেও নিরব রায় উৎস আর উঠতে পারেনি। সে পানির স্রোতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি রংপুর থেকে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, নিখোঁজ নিরব রায় উৎসকে দু্ইজন ডুবুরী সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। আজকের মতো উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়েছে আজ রোববার সকাল থেকে আবারো উদ্ধার কাজ শুরু হবে।
রংপুর প্রতিবেদক 



















