
নওগাঁর ধামইরহাটের রঘুনাথপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মাদরাসার প্রধান ফটকের সামনে অভিভাবক ও গ্রামবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে নানান স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম স্থানীয় কয়েকজন অভিভাবককে অপমানজনক ভাষায় কথা বলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, আর্থিক অনিয়ম, কমিটি গঠনে পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার কারণে মাদরাসার শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে দাখিল পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে তার মধ্যে মাত্র ৯ জন উত্তীর্ণ হয়েছে। নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমানে গড়ে ৫০-৬০ জন শিক্ষার্থী ক্লাসে অংশ নেয়। এসব কারণে এলাকার মানুষ মাদরাসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
তারা আরও বলেন, পূর্ববর্তী কমিটিও বিভিন্ন অনিয়মের দায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছিল। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বহাল থাকেন। আমরা অবিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে অপসারণ করে মাদরাসার সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায়। আগামী রোববারের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নওগাঁ প্রতিবেদক 



















