
নারায়ণগঞ্জের বন্দরে টাকা হাতিয়ে নিয়েও মিথ্যা মামলা ও পুলিশ হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক গৃহবধু। উপজেলার সুচিয়ারবন এলাকার মতিউর রহমানের স্ত্রী হাবিবা বেগম বৃহস্পতিবার
দুপুরে কাঁচপুর এলাকায় এই সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে জানান, বন্দর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক আছে বলে অভিযান চালিয়ে বাড়িতে তল্লাশি চালায়। ঘরে নগদ টাকা থাকায় বন্দর থানার ওসি লিয়াকত আলী,এস আই আব্দুল জলিল ২০ লাখ টাকা দাবি করেন । টাকা না দেওয়ায় আমাকে রাতে থানায় নিয়ে গিয়ে ভয় ভীতি দেখিয়ে স্বজনদের মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েও তারা আমাকে মামলা দিয়ে আদালতে পাঠায়। ভুক্তভোগী ওই নারী
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান স্থানীয় প্রশাসনের প্রতি এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সাংবাদিকদের সহযোগীতা চান।
বন্দর থানার ওসি লিয়াকত আলী ঘটনা সত্য নয় বলে জানিয়েছেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক 



















