
টানা তিন ঘণ্টা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে দুই কলেজের অন্তত দশজন আহত হয়েছে।
প্রায়ই এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে বৃহষ্পতিবার সংঘাতে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা।
বর্তমানে এই দুই কলেজের সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, দফায় দফায় সংষর্ষের পর বিকেল তিনটার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর সায়েন্সল্যাব ও নিউ মার্কেট এলাকার রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।
এর আগে সকাল ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।
এক পর্যায় পুলিশের ওপরও হামলা চালানো হয় বলে দাবি করেছে পুলিশ। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত দশজন আহত হয়েছে।
ওই দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শুরু হলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা যায় আশপাশের রাস্তায়।
নিউ মার্কেট থানার ওসি মি. হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, উদ্ভাস নামের একটি কোচিং সেন্টারে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার কথা কাটাকাটি হয়।
ওই ঘটনার পর থেকে এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে বৃহস্পতিবার বড় ধরনের সংঘর্ষে জড়ায় দুইটি কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষ বন্ধ হওয়ার পরও দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো থমথমে রয়েছে পরিস্থিতি।
নিজস্ব প্রতিবেদক 



















