
আফগানিস্তানের এক সড়ক দুর্ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭টি শিশুও আছে। তালেবানের এক কর্মকর্তা বিবিসি পশতু জানিয়েছেন যে নিহতদের মধ্যে বেশিরভাগই ইরান থেকে বহিষ্কৃত আফগানি অভিবাসী ছিলেন।
তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক আহমদুল্লা মুক্তকি বলেছেন যে কাবুলের দিকে যাওয়ার সময়ে ওই বাসটিতে আগুন লেগে যায়।
বাসের সব যাত্রীই মারা গেছেন। এছাড়াও বাসটির সঙ্গে ধাক্কা লেগেছিল, এমন দুটি গাড়ির দুই যাত্রীরও মৃত্যু হয়েছে।
ইরানে সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির কারণে সেদেশ থেকে পালিয়ে আসা আফগানি অভিবাসীদের বহিষ্কার করার কাজে গতি এনেছে।
আফগানিস্তান থেকে ১৯৭০-এর দশক থেকে কয়েক লক্ষ মানুষ ইরান আর পাকিস্তানে পালিয়ে গেছেন।
এদের মধ্যে একটা বড় অংশের মানুষ যেমন আফগানিস্তানে ১৯৭৯ সালে সোভিয়েত আক্রমণের সময়ে পালিয়েছিলেন, তেমনই আবার ২০২১ সালে তালেবান শাসনক্ষমতায় ফিরে আসার পরেও বহু আফগান দেশ ছেড়ে চলে গেছেন।
Reporter Name 























