
ঢাকা: হার্ট অ্যাটাকে গুরুত্বর অসুস্থ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগের চেয়ে ভাল আছেন। জ্ঞান ফেরার পরে তিনি কথা বলেছেন পরিবারের সাথে।
তামিম ইকবালের দল মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, “এখন অবস্থা অনেকটা স্থিতিশীল। তবে এখনো তিনি আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের সাথেও কথা বলেছেন”।
সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার।
চিকিৎসকেরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়।
মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, “হঠাৎ অসুস্থ হওয়ার পর তামিমের শারীরিক অবস্থা নিয়ে আমরা বেশ ঘাবড়ে গিয়েছিলাম। তবে এখন অবস্থার উন্নতি হয়েছে”।
ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করলেও অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।
খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই ফজিলাতুন্নেসা হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে।
এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুততার সঙ্গে রিং পরানো হয়।
নিজস্ব প্রতিবেদক 






















