
ওয়্যারলেসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। অভিযুক্ত চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত ছিলেন।
ফাঁস হওয়া ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিন মিনিট নয় সেকেন্ডের ভিডিও চিত্রে একজনকে হাতে ওয়্যারলেস ধরে রাখতে দেখা যায়।
সেখানে কোন অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। দাবি করা হয় এই কণ্ঠ সিএমপি কমিশনার হাসিব আজিজের। এরপরই সিএমপির পক্ষ থেকে ওই বার্তা ফাঁসকারী ব্যক্তিকে খোঁজা শুরু হয়।
ওয়্যারলেসে বার্তা দেওয়া হয়, “পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে, সেটা ধারালো অস্ত্র হতে পারে। পুলিশের কোন টহল পার্টির সামনে এ ধরনের অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোন সন্দেহ নাই। এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। হয় মাথায় গুলি করবে, বুকে করবে নাহলে পেটে করবে। সরকারি গুলি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”
খুলশী থানা পুলিশ জানায়, গত সোমবার ১১ই অগাস্ট রাত ২টায় চট্টগ্রাম মহানগরের সল্টগোলা এলাকায় মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের হামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরদিন মঙ্গলবার রাতে ওয়্যারলেসে সিএমপির সব সদস্যের উদ্দেশে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ আসে।
নিজস্ব প্রতিবেদক 





















