
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সোবহান খানকে গ্রেফতার করেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার ১৩ আগষ্ট ভোর ০৬:২০ মিনিটে ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক সঙ্গীয় ফোর্সসহ জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড চর পাইকরহাটী গ্রামের ইউনুছ আলীর বাড়ীর সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এসময উক্ত স্থান হতে ইউনুস আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোবাহান খানকে (৩১) ১৫০ পিস ইয়াবসহ আটক করে।
পাবনা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিবেদকঃ 



















