
পাবনার বেড়ায় দৈনিক করতোয়া ৫০তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১ টায় দৈনিক করতোয়ার প্রতিনিধি সহকারি অধ্যাপক ও বেড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর আয়োজনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেড়া প্রেসক্লাব সভাপতি মোঃ শফিউল আযমের অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম দিপু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বরুন রায়, বেড়া প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মানিক হোসোন, দৈনিক কালবেলা প্রতিনিধি সরকার ইফতেখার, মোঃ আতিকুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক করতোয়ার প্রতিনিধি সহকারি অধ্যাপক ও বেড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তারা দৈনিক করতোয়ার সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে গ্রাম ও জনপদের সংবাদ প্রকাশের জন্য করতোয়ার প্রশংসা করে।
শফিউল আযম, বেড়া (পাবনা) প্রতিবেদকঃ 



















