
নতুন নকশায় মুদ্রিত ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অফিস থেকেও নোটটি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার থেকে এই নোট বাজারে পাওয়া যাবে জানিয়ে রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মূল্যমানের নোটে নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করে মুদ্রণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট, যার ওপর স্বাক্ষর রয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত গভর্নর আহসান এইচ মনসুরের।
নতুন ১০০ টাকার নোটে বেশ কিছু উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। নোটটির সামনের ডান পাশে রয়েছে রঙ পরিবর্তনশীল ‘১০০’, সংখ্যাটি, যা নাড়াচাড়া করলে সোনালি থেকে সবুজ রঙে রূপ নেয়। বাম পাশে আছে উজ্জ্বল লাল ও রুপালি নিরাপত্তা সুতা, যা আলোর প্রতিফলনে লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়।
এছাড়া, তিনটি ছোট বৃত্ত রয়েছে যেগুলো স্পর্শ করলে খসখসে বা উঁচু অনুভব হবে।গভর্নরের স্বাক্ষরের পাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা, যা শুধুমাত্র আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। নোটটির নকশাতেও এসেছে পরিবর্তন। সামনের অংশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের চিত্র এবং পেছনের অংশে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক নিদর্শন সুন্দরবনের ছবি। নীল রঙের এই নোটে শাপলার প্রতিচ্ছবিও স্থান পেয়েছে, যা দেশের জাতীয় প্রতীককে তুলে ধরে।
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে নতুন ডিজাইনের ছয়টি নোট প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকার কারেন্সি নোট। প্রতিটি নোটে তুলে ধরা হয়েছে দেশের ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন নিদর্শন।
Reporter Name 
























