
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, উপদেষ্টা পরিষদের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ছাড় দেওয়ার সুযোগ নেই।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার রংপুর নগরীর আলমনগরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।
বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টাও সোচ্চার রয়েছেন জানিয়ে তিনি বলেন, দুদকের করা ঝুলে থাকা মামলা দ্রুত নিস্পত্তির জন্য কাজ চলছে।
এসময় ড. মোহাম্মদ আব্দুল মোমেনসহ উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক আক্তার হোসেনসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 



















