
ঢাকা: সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
নাসিরুদ্দীন পাটোয়ারি বলেন, “আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আখতার হোসেন স্পষ্ট করেছেন রিফাইন হোক বা যেকোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। সেনাবাহিনীর প্রতি আমরাও তাদেরকে বলবো আপনারা দায়িত্বশীল আচরণ করুন”।
রাজনৈতিক বিষয় রাজনৈতিক দল বা ব্যক্তিদের বিবেচনা করার কথা উল্লেখ করে তিনি বলেন, “পলিটিক্যাল ম্যাটার যারা পলিটিক্যাল পারসন, দল রয়েছে তাদেরকে ডিল করতে দেন। এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোন গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে।”
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি সেনাবাহিনীকে জড়িয়ে ফেসবুকে একটি পোস্ট লেখেন। পরে আজ রোববার ওই পোস্টের সঙ্গে ‘কিছুটা দ্বিমত’ প্রকাশ করে পোস্ট দেন এনসিপির আরেক সংগঠক সারজিস আলম।
নিজস্ব প্রতিবেদক 























