
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এ টি এম আজাহারুল ইসলাম বলেছেন, শহীদ নিজামীর অপরাধ এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। শহীদ মাওলানা নিজামী দুটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি। তিনি তাঁর ঘনিষ্ঠ সহচর হিসেবে আরো বলেন, সিদ্ধান্তের বাইরে তিনি একটি টাকাও খরচ করতেন না। তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি নেতাকর্মীদের সময় দিতেন। জুলুম নির্যাতন করে ইসলামকে স্তব্ধ করা যায় না। তাই মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তাঁর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনের। এজন্য সাঁথিয়াবাসিকে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দল মত নির্বিশেষে সকলকে আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করতে হবে।
শনিবার সকালে পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত শেষে ২ আগষ্ট শনিবার দুপুরে দৌলতপুর ইমাম হোসেন একাডেমি মাঠে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এ টি এম আজাহারুল ইসলাম এসব কথা বলেন, তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত অর্থে রাজনৈতিক দল না, জামায়াতে ইসলামী হলো পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। তাই অন্যান্য দলের সাথে ঐতিহ্যগত কারনে পার্থক্য রয়ে গেছে। আমরা রাজনৈতিক কারণে রাজনীতি করতে পারি না আবার জনগণকে মুগ্ধ করা যথেষ্ট সুন্দর কাজ করতে পারি না। ইসলাম যা সত্য বলেছে আর রাষ্ট্র কি বলেছে তাতে কে পছন্দ করলো কি করলো না তাতে কিছুই যায় আসে না। আমাদের দুটি টার্গেট আল্লাহকে খুশি করতে দুনিয়াবি ইসলাম কয়েম করা তাতে মানুষ কল্যাণ পাবে। আর একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা তাতে দলের কল্যাণ হবে।

আজ যারা জুলুমতন্ত্রের নেতৃত্বে দিচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, পাশ্চাত্য সামরিক শক্তির বলে মানুষকে বেশীদিন দাবিয়ে রাখা যায় না। আজ পাশ্চ্যত্যরা সামরিক শক্তির মাধ্যমে তারা দুনিয়াতে শাসন করে যাচ্ছে। রাসুলের ভবিষ্যৎবাণী হিসেবে সামরিক শক্তি ধ্বংস হয়ে আগামীতে ইসলামী খেলাফত কায়েম হবে। সারা বিশ্বে আজ ইসলামী আন্দোলনের উত্থান প্রমান করছে আগামী একবিংশ শতাব্দিতে বাংলাদেশসহ সারা বিশ্বে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ঈমানী শক্তিকে বলিয়ান হয়ে আমাদেরকে ভয়ভীতির উর্ধে সবাই ঐক্যবদ্ধ থেকে দীপ্ত পথে এগিয়ে চলতে হবে।
সাঁথিয়া উপজেলা আমীর মোকলেছুর রহমান এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবেেআরও বক্তব্য দেন পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও পাবনা জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 


















