
নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বেড়া উপজেলার কাশিনাথপুর হরিদেবপুর বাজারে অবস্থিত একটি বেকারি ও একটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর হরিদেবপুর বাজার এলাকায় অবস্থিত ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ও বিসমিল্লাহ হোটেল ও রেস্তোরায় আকস্মিক অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম।
সেখানে স্বাস্থ্যবিধি না মেনে ভোক্তার জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করায় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ভাই ভাই ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি মালিক জহির উদ্দিনকে দশ হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন ২০১৪ এর ১৯ ধারায় বিসমিল্লাহ হোটেল ও রেস্তোরা মালিক মোহাম্মাদ আলীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তৎক্ষণাৎ টাকা পরিশোধ করায় অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেয়া হয় এবং বিধি মোতাবেক খাদ্যপণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া
বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
শফিউল আযম বেড়া( পাবনা) প্রতিবেদক 


















