
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে এক ব্যবসায়ীর ওপর রড দিয়ে হামলা চালিয়ে প্রায় ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই ২০২৫) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী বিনোদপুর বাজারে কিটনাশক ও বিকাশ এজেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত মোঃ গাজীউর রহমানের ছেলে মোঃ বাবর আলী (৪৩)।
সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কাইয়ুম ও বাবুকে গ্রেফতার করে। জানা গেছে, ওইদিন রাত ১১টা ৫ মিনিটের দিকে তিনি তার দোকান বন্ধ করে হালখাতার ১১ লাখ টাকা এবং হিসাব খাতা একটি সাদা ব্যাগে করে বাসায় ফিরছিলেন। পথে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে সেতাব উদ্দিনের বাঁশঝাড় সংলগ্ন হাঁটার পথে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে।
অভিযুক্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার লছমানপুর, চামাটোলা গ্রামের একরামুল হক এর ছেলে কাইয়ুম (৩৫), খোন্দা মাস্তানবাজার এলাকার মোঃ সাত্তার আলীর ছেলে বাবু ওরফে মন্ত্রী বাবু (২৬) ও অজ্ঞাত ব্যাক্তি নাইম। তারা ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে টাকা ও খাতাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে চলে যায়। বাবর আলীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কাইয়ুম ও বাবুকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা চলছে এবং পলাতক নাইমকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের সন্ত্রাসী ঘটনা এলাকায় আতংকের সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নিরাপত্তায় দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ভূক্তভোগী ব্যাবসায়ীসহ সাধারণ মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক 




















