
নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পরে সোহাগ হোসেন সুইট (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
সোমবার (২১জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর গ্রামের মনিরুদ্দিন আকন্দ সড়কের চৌকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোহাগ হোসেন সুইট শনিবার (১৯ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দুপুরে উক্ত স্থানে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে। পরে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি সোহাগ হোসেন সুইটের বলে নিশ্চত করেছেন তার পরিবার।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
লালপুর (নাটোর) প্রতিবেদক 


















