
৭ টি চোরাই গরু ও বহনকারী ট্রাকসহ ২ জনকে আটক করেছে যমুনা পশ্চিম থানা পুলিশ। শনিবার সকালে যমুনা সেতুর পশ্চিম থানার টোল প্লাজার কাছে থেকে তাদের আটক করা হয়।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান,আজ শনিবার (১৯/০৭/২০২৫) সকাল ০৭টার দিকে সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা টোলপ্লাজার পশ্চিমে উত্তরবঙ্গগামী রাস্তার উপর হতে ০৭ টি বিভিন্ন সাইজ ও রংয়ের চোরাই গরু ও ০১ টি মাঝারি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৮২৯১ উদ্ধার সহ ০২ জনকে গ্রেফতার করা হয়।
গরুগুলো কোথায় থেকে চুরি করা হয়েছে এবং গরুগুলির প্রকৃত মালিকানা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।গরুবাহী ট্রাক টি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাওয়া কালীন সন্দেহভাজন হিসেবে ধাওয়া করলে ব্রীজ পার হয়ে পূর্বদিকে চলে যায়।পরবর্তীতে পূর্ব দিকে বাধাপ্রাপ্ত হয়ে আবার পশ্চিম পাড়ে চলে আসলে পথরোধ করে ট্রাক টি আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো রোকন (৩৬), পিতা-মোঃ রহমত মোল্লা, সাং- নেছড়া, শিববাড়ী, থানা- ফরিদপুর, জেলা- পাবনা,*(এর বিরুদ্ধে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা এবং নাটোর জেলায় সম্পত্তি সংক্রান্তে ২০ টি মামলা আছে)* ২। মোঃ শামীম শেখ(২৯), পিতা-মোঃ গহের আলী, সাং-চর বনবাড়ীয়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ।এর *(বিরুদ্ধে* *০৭ টি* *মামলা আছে)*
গরুগুলির প্রকৃত মালিকানা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 



















