
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামা সুন্দরী খালের পানির প্রবাহ বাড়াতে ১০ কিলোমিটার ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে ৬৮ টি পয়েন্ট দিয়ে এই খালে বর্জ্য প্রবেশ করে সেই পয়েন্টগুলোতে ছাকনি তৈরি করার মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনা হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে রংপুরের শ্যামা সুন্দরী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্যামা সুন্দরী খাল দুইবার পরিদর্শন করা হলো। শ্যামা সুন্দরী খালের দুটি প্রতিবন্ধকতা রয়েছে। সেই দুটি বাঁধা কেন তৈরি করা হয়েছে, সেটার যৌক্তিকতা খোঁজা হবে। এজন্য সেনাবাহিনীর সাথে কথা বলা হয়েছে। জেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনী মিলে বাঁধা মুক্ত করে শুস্ক মৌসুমে কাজ শুরু করা হবে। সেই সাথে শ্যামা সুন্দরী খালে ৬৮ টি পয়েন্ট দিয়ে যে বর্জ্য প্রবেশ করে, সেই বর্জ্যগুলো কোথাও না কোথাও তো নিতে হবে। এই বর্জ্যগুলো পরিশোধনের জন্য অল্প খরচে করা যায় কি না সেটা দেখা হবে।
এর আগে রংপুর সার্কিট হাইজে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার পক্ষ থেকে শ্যামা সুন্দরী খাল সংস্কার, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সুন্দর নগরী গড়ে তোলার লক্ষে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, রংপুর জেলা বাপা আহবায়ক এ্যাড. শামীমা আকতারা শিরিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনিন আকতার এ্যানি, সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, সদস্য প্রভাষক দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির মানিক, আসাদুজ্জামান আফজাল ও বাবলু নাগ উপস্থিত ছিলেন।
রংপুর প্রতিবেদক 


















