
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে কাটা পড়ে আকাশ বাঁশফোড় (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক শহরের দরিনারিচা এলাকার রমেশ বাঁশফোরে ছেলে। মৃত আকাশ বাঁশফোর মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় কাটা পড়েন ওই যুবক। কি কারণে তিনি আত্মহত্যা করছেন। এব্যাপারে কিছু জানা যায়নি।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের এসআই সৌরভ কুমার দাশ জানান, ট্রেনে কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করেছি।
ঈশ্বরদী রেলওয়ে ( জিআরপি ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
ঈশ্বরদি প্রতিবেদক 


















