
যেভাবে চোট পেয়েছিলেন, তাতেই আশঙ্কাটা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে সত্যি। ব্রাজিলের শেষ ম্যাচে মাথায় আঘাত পাওয়া গোলরক্ষক আলিসন ছিটকে গেছেন এবারের আন্তর্জাতিক বিরতিতে দলের পরবর্তী ম্যাচ থেকে, যেখানে তার দলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
চলতি সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান আলিসন। একটি বল পাঞ্চ করে ক্লিয়ার করতে হয়ে তার সাথে সংঘর্ষ হয় ডেভিনসন সানচেসের। এরপর কিছুক্ষণ চিকিৎসার পর তুলে নেওয়া হয় লিভারপুল তারকাকে, কারণ তিনি মাথায় ব্যথা অনুভব করছিলেন কিছুটা।
আলিসনের চোটের খবরটি নিশ্চিত করার পাশাপাশি লিভারপুলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে এখন ক্লাবে ফিরবেন অভিজ্ঞ এই ফুটবলার।
চিকিৎসা চলমান থাকবে বলা হলেও, লিভারপুল আলিসনের ফেরার ব্যাপারে কিছু জানায়নি। উল্লেখ্য, ইংলিশ ক্লাবটির পরবর্তী ম্যাচ আগামী ২ এপ্রিল প্রিমিয়ার লিগে।
চোট পাওয়ার আগে কয়েকটি ভালো সেভ করেছিলেন আলিসন। তিনি মাঠ ছাড়ার সময় ১-১ সমতায় ছিল ম্যাচ। ভিনিসিয়ুস জুনিয়রের ৯৯তম মিনিটের গোলে পরে জয় পায় সেলেসাওরা।
ক্রীড়াঙ্গন ডেস্ক 























