
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ০১ জলাই, ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৪ জন, মহিলা ১৪ জন এবং শিশু ৩ জন (ছেলে ২, মেয়ে ১) রয়েছে। গত ৬ মাসে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭৩ জন ডেঙ্গু রোগী।
যা জেলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও মশা নিধনে নেই কার্যকরী কোন পদক্ষেপ। যে হারে বাড়ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, তাতে ডেঙ্গু নিয়ে আতংকিত জেলার মানুষ। হাসপাতালের দৈনিক প্রতিবেদ সূত্রে জানা যায়, পূর্বে ভর্তি ছিলেন ৩৮ জন ডেঙ্গু রোগী (পুরুষ ৭, মহিলা ২৭ ও শিশু ৪ জন)। বুধবার মোট ২৪ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যার মধ্যে পুরুষ ১৩ জন ও মহিলা ১১ জন। রেফার্ড করা হয়েছে ২ জন রোগীকে, একজন পুরুষ এবং একজন শিশু।
তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, যা জেলার জন্য কিছুটা স্বস্তির খবর। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে ১৭ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং ৬ জন শিশু (ছেলে ৫, মেয়ে ১)। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৯৮৮ জন রোগী। শুধুমাত্র ২০২৫ সালেই এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৬৭৩ জন রোগী। অন্যদিকে, বহির্বিভাগে নতুনভাবে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে বহির্বিভাগে সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে। এখানেও এখনো পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানো জরুরি। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আব্দুস সামাদ জানান, সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণা বাড়ানোসহ লিফলেট বিতরণ ও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের ওয়ালে লাগানো হচ্ছে এবং প্রয়োজনে হাসপাতালের জনবল সংখ্যার মধ্য থেকে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক 



















