
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মোট ৩৮ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে মি. দাসকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ৩১শে অক্টোবর চট্টগ্রামের স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।
এরপর গত বছরের ২৫শে নভেম্বর মি. দাসকে ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
পরদিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার পর জামিন আবেদনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়।
সংঘর্ষ চলাকালে ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















