
পাবনা-৪ আসনে হাবিব প্রার্থী হিসেবে মৌখিক অনুমতি পেয়েছে দাবী করে আনন্দ র্যালী
ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব কে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে দাবী করে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২৯ জুন) সকালে উপজেলার পাকশী আমতলা এলাকায় পাকশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এ আনন্দ র্যালীর আয়োজন করে। র্যালীটি আমতলা থেকে শুরু হয়ে পাকশীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলায় এসে এক সমাবেশে মিলিত হয়।
পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম এর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন।
তিনি তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি থেকে পাবনা-৪ আসন থেকে নির্বাচনী কাজ করার জন্য জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব কে মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। সেই কারণে হাবিব ভাইয়ের অনুমতি নিয়ে আজকে আনন্দ র্যালীর আয়োজন করা হয়েছে।
পাবনা জেলা ছাত্রদলের সহ সমাজসেবা সম্পাদক রাজন আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল আজাদ অনল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন নবী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মোল্লা রেজা, শাহিন হোসেন, যুবদল নেতা কবির হোসেন, চঞ্চল হোসেন, ইউনিয়ন কৃষকদল সদস্য সচিব সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা সুজন, সাব্বির হোসেন প্রমুখ।
ঈশ্বরদি প্রতিবেদক 


















