
বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার আদালতে বলেছেন, ২০২৪ সালের নির্বাচন এতটা ভয়ংকর হবে জানলে তিনি দায়িত্বই নিতেন না৷
হাবিবুল আউয়াল ২০২২ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন৷ বুধবার ঢাকার মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ এর আগে ২০২৪ সালে প্রহসনের নির্বাচন দেয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় তার বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি৷ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহেরও অভিযোগ আনা হয়েছে৷
বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়৷ এ সময় তিনি আদালতকে বলেন, ২০২৪ সালের নির্বাচন ‘ডামি ও প্রহসনের’ ছিল৷
বিচারকের এক প্রশ্নের জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘‘ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না৷ আমার এক বন্ধুও আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা৷ আমি বলেছি, যদি আগে বলতা এমন ভয়ংকর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না৷’’
প্রায় আধঘণ্টার শুনানি শেষে আদালত হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন৷
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
























