
ইসরায়েলি হামলায় ইরানে লাবাফি নেজাদ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
তিনি বলেছেন, চিকিৎসক সংগঠনের চার জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্ট এবং তেহরানের বেশ কয়েকজন জরুরী কর্মীও নিহত হয়েছেন।
“৬২ জন নারী এবং শিশু নিহত হয়েছে এবং ২৫০ জন নারী ও শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে” বলেন মিস মোহাজেরানি।
Reporter Name 




















