
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে পার্বতীপুর সোনাবর আদর্শ কলেজ মাঠে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত)ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করেন। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের তীব্র সমালোচনা করে বলেন, পাঁচ বছরে ৫টি ঘন্টা তিনি এলাকায় পা রাখেননি। তার একাউন্টে সাড়ে তিন হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। তিনি আবার উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন। আপনারা সবাই সজাগ থাকবেন, সাবধান থাকবেন। তাকে আর সুযোগ দেওয়া যাবে না।’
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক 


















