
নওগাঁর মহাদেবপুরের খড়হাটি থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(১৯ জুন) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাদেবপুর বকের মোড়ের দক্ষিণ পার্শ্বে সাবেক সোনালী ব্যাংকের সামনে খড়হাটির পাশে পথচারীরা প্রস্রাব করতে যায়। সেখানে খড়ের গাদার পূর্ব পাশে অজ্ঞাত এক মহিলার লাশ পরে থাকতে দেখে। তাৎক্ষণিক ভাবে তারা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে
নওগাঁ প্রতিবেদক 


















