
নীলফামারীর সৈয়দপুরে যৌথবাহিনীর অভিযানে ভিসা প্রতারক চক্রের এক সদস্য সোহেল রানাকে (৩০) আটক করা হয়েছে। ১৭ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কুখ্যাত মৃত মোন্নাফ ডাকাতের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, আটক সোহেল রানার বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।সম্প্রতি এ্যাডভোকেট আনোয়ার হোসেনের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ মিলে। ওই অভিযোগের পরই যৌথ বাহিনীর মেজর জোবায়ের সাহেরের নেতৃত্বে চলা অভিযানের সময় রকি নামের অপর এক ভিসা প্রতারক ও মাদক বিক্রেতা পালিয়ে গেলেও রানাকে আটক করা হয়। যৌথবাহিনীর সদস্যরা তার কাছ থেকে সেনাসদস্যের পরিধেয় পোশাক, চারটি দেশীয় অস্ত্র (চাকু), কয়েকটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করে এবং সেগুলো প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, আটক ভিসা প্রতারক সোহেল গরীব ও নিরীহ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশের মিথ্যা ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতো। আটক সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 


















