
রাজশাহীর বাগমারায় নিখোঁজের এক দিন পর নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে আটটার দিকে উপজেলার হাসনিপুর টাটা ইটভাটার নিচে বারনই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম নাজমুল হক (৩৫)। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
গত বুধবার বিকেলে নাজমুল হাসনীপুর বাজারে আসার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে। পরিবারের লোকজন জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নাজমুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় ইটভাটার শ্রমিকেরা নদীতে হাত-পা ধুতে গিয়ে লাশটি ভাসতে দেখে তারা চিৎকার করে লোকজন ডাকতে থাকে এসময় আশপাশের লোকজন নদীর তীরে চলে আসে। খবর পেয়ে রাত আটটার দিকে নাজমুলের বাবা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। তাঁর শরীরে জার্সি, হাতঘড়ি ও প্যান্টের পকেটে হেডফোন ছিল। তবে তাঁর মুঠোফোন পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলনা বলে জানা গেছে।
নাজমুলের বাবা আফজাল হোসেন বলেন, বুধবার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যার পর নদীতে লাশ ভাসছে এমন খবর পেয়ে ছুটে এসে ছেলের লাশ দেখতে পান তিনি। কেনো বা কি কারণে তার ছেলের মৃত্যু হলো এ ব্যাপারে কিছুই বলতে পারেননি তিনি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানান যাবে বলে তিনি জানিয়েছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।#
বাগমারা প্রতিবেদক 


















