
নীলফামারীর সৈয়দপুরে তীব্র তাপদাহে জনজীবন অস্থির হয়ে পড়েছে। কোথাও মিলছে না কোন শান্ত। তাপমাত্রার পারদও বেড়ে চলেছে অব্যাহতভাবে। এ অবস্থায় শহরে চলাচলকারী রিকশা, ভ্যান ও ঠেলাচালকসহ কষ্ট পাচ্ছেন সাধারণ মানুষ । তাঁদের কষ্ট লাঘবে এবং তৃষ্ণা মেটাতে শরবত নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছুটে গিয়ে তা পান করাচ্ছেন রাহাত লোহানী নামে এক যুবক।
শহরের পাঁচমাথা মোড়ে বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বস্তরেরর মানুষের মাঝে শরবত পান করাচ্ছেন ওই যুবক। ড্রাম ভর্তি শরবতে গ্লাসে ঢুকিয়ে সবার মাঝে বিতরণ করায় নজর কেড়েছে শহরবাসীর।
খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবক শহরের সবচেয়ে বড় দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতার ২য় ছেলে মরহুম সালেহ উদ্দিনের নাতি। তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। একই সাথে তার দীর্ঘায়ু কামনা করছেন ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা।
যুবক রাহাত লোহানী জানান, ভ্যাপসা গরম ও তীব্র দাবদাহে লোকজন কষ্ট পাচ্ছেন। সেই মানবিক দিক বিবেচনা করে নিজ অর্থায়নে ও নিজ উদ্যোগে শরবত বিতরণ করেন। এলাকার অন্যান্য যুবকরা আমাকে সরবত বিতরনে সহযোগিতা করেছেন। তিনি আগামীতে পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে ভোটযুদ্ধে লড়বেন এমনটি জানিয়েছেন তিনি।
সৈয়দপুর ( নীলফামারী ) প্রতিবেদক 


















